ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গতকাল সোমবার বিকালে গাজায় ইসরাইল কর্তৃক হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করেন। ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমির মাওলানা নূরল ইসলাম ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বাহির রা হয়। গাজায় নৃশংস ভাবে মুসলিমের উপর হামলা,নির্যাতন বন্ধ ও বিশ্ব মুসলিমকে একত্র হবার স্লোগান দিয়ে প্রতিবাদের উত্তাল মিছিলে শহরের রাজপথ কম্পিত করে। এর আগে সকালে শিক্ষার্থীরা একটি প্রতিবাদ মিছিল বাহির হয়ে উপজেলার সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইগাতীতে গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে বিক্ষোভ
