স্টাফ রিপোর্টার : গত বৃহস্পতিবার ৩ এপ্রিল জামালপুর সদর উপজেলার আটাবাড়ি গ্রামে ঈদে ছুটিতে শ্বশুরালয়ে বেড়াতে এসে অবাক কান্ড ঘটিয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিলেন মোশারফ হোসেন (৩০) নামে এক যুবক। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আটাবাড়ি গ্রামে শ্বশুর ফজল হকের বাড়ীতে সস্ত্রীক বেড়াতে আসে জামাতা মোশারফ হোসেন। ঘটনার দিনে বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুর বাড়ীতে গাছের ডাল কাটতে গিয়ে প্রচন্ড রোদের মধ্যে জ্ঞান হারিয়ে গাছের ডালেই আটকে যায় মোশারফ হোসেন। তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে সচেতন এলাকাবাসী জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের শরণাপন্ন হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের নেতৃত্বে মই-এর সাহায্যে মাত্র ৩০ মিনিটের মধ্যে অজ্ঞান হওয়া ব্যক্তিকে রেসকিউ করে সুন্দর ভাবে গাছ থেকে নামিয়ে আনেন। তারা উদ্ধারকারী মোশারফ হোসেনকে অক্ষত অবস্থায় তার অভিভাবকের হাতে বুঝিয়ে দেন। জামালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এই উদ্ধার কাজটি স্থানীয় এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে। মোশারফ হোসেন পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের নূরুল ইসলামের পুত্র।
ঈদের ছুটিতে শ্বশুরালয়ে বেড়াতে এসে ডাল কাটতে গিয়ে জ্ঞান হারিয়ে গাছের ডালেই আটকে যায় যুবক ॥ অত:পর ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে
