নিজস্ব সংবাদদাতা : জামালপুরে ভুট্টার সাথে গাঁজা চাষের অভিযোগে সাইফুল ইসলাম (৪৮) নামের এক চাষীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ৯ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ডিবি-১ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব। গ্রেফতার সাইফুল ইসলাম জেলার মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের রান্ধুনীগাছা গ্রামের মৃত নাদের সরকারের ছেলে। এ সময় তার চাষকৃত ভুট্রা ক্ষেত থেকে দেড় কেজী ওজনের দুটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। ডিবি পুলিশ সূত্রে জানাগেছে, সাইফুল ইসলাম ভুট্রা ক্ষেতে গাঁজার গাছ রুপন করে। গাছটি বড় হলে বিষয়টি গোপন রাখে সে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ভুট্টা ক্ষেতে লুকানো অবস্থায় গাঁজার গাছ দুটি উদ্ধার করে। অভিযানে সাইফুল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ডিবি পুলিশের ওসি নাজমুস সাকিব বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইফুল গাঁজা চাষ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
জামালপুরে ভুট্টা ক্ষেতে গাঁজা চাষ : গাছসহ চাষি গ্রেফতার
