নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহ উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান-২০২৫ পরীক্ষার্থীদের মাঝে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুলের সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় পরীক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,মেলান্দহ উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা। গতকাল বৃহস্পতিবার ১০ এপ্রিল সকালে মেলান্দহ উপজেলার ৬ টি কেন্দ্রে উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এসব শিক্ষা উপকরণ বিতরণ করে। মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জমান রুকন, মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেলান্দহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রুবেল খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন খান, হাজরাবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌর ছাত্রদল নেতা মুসা মিয়া ও রুবেল মন্ডল, কলাবাধা উচ্চ বিদ্যালয় কেন্দ্র উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তামিম, সদস্য তৌকির। ফুলকোচা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহম্মেদ জুয়েল ও ইউনিয়ন ছাত্রদলের নাহিদ, ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সোহেল খান, চরবানিপাকুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পারভেজ, সাধারণ সম্পাদক যুবরাজ, বানিয়াবাড়ী মাদ্রাসা কেন্দ্রে মোজাম্মেল হক, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লাভলুসহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মেলান্দহে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরন
