মেলান্দহে ফিলিস্তিনে গাজায় ইহুদি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা

আব্দুল হাই ; ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নৃশংসতা গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বজুড়ে চলা আন্দোলনের ঢেউ লেগেছে বাংলাদেশেও। তারই ধারাবাহিকতায় জামালপুর জেলাধীন, মেলান্দহ বাজার স্ট্যান্ড সিএনজি চালকদের উদ্যোগে গত বৃহস্পতিবার ১০ এপ্রিল বাদ আছরের নামায পরে মেলান্দহ বাজার স্ট্যান্ড সম্পৃক্ত সিএনজি চালকদের অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উল্লেখিত বিক্ষোভ মিছিলের নেতৃত্বে ছিলেন-মেলান্দহ উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও পৌর সভা কাউন্সিলর মোঃ সোলাইমান মিয়া। মেলান্দহ পৌর সভা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহমত আলী, সিএনজি চালক ওয়াজ কুরুনি, আব্দুর রশিদ,ফাজাদ আলী, রমজান আলী, হাফিজুর রহমান, মিস্টার, রেজাউল, সফিকুল, মনোহর আলী, উজ্জ্বল, সাইদুর ও আলিমসহ মেলান্দহ বাজার “স্ট্যান্ড সম্পৃক্ত” সিএনজি চালকদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং সিএনজি স্ট্যান্ড চত্বরে এসে পথসভা করেন। উক্ত বিক্ষোভ মিছিল সম্পৃক্ত সংক্ষিপ্ত পথসভায়, মেলান্দহ পৌর সভা শ্রমিক দলের সভাপতি মোঃ শাহমত আলীর উপস্থাপনায়-“ফিলিস্তিনের গাজায়” দখলদার ইহুদি বাহিনীর নৃশংসতা গণহত্যার প্রতিবাদে বক্তব্য রাখেন-মেলান্দহ বাজার “সিএনজি চালক কল্যাণ তহবিলের”সম্মানিত সভাপতি সোলাইমান মিয়া।পরিশেষে, ফিলিস্তিনের গাজায় “দখলদার ইসরাইল বাহিনীর নৃশংসতা গণহত্যার শিকার মুসলিম ভাই-বোনের হত্যাকান্ড বিচার চেয়ে মহান রাব্বুল আলামীনের পাক দরবারে দু’হাত তোলে দোয়া (মোনাজাত) করা হয়।