নিজস্ব সংবাদদাতা : ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে “মার্চ ফর গাজা” কর্মসূচীতে জামালপুর থেকে যাওয়ার পথে টাঙ্গাইলের ধনবাড়ীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার ১৩জন নেতাকর্মী আহত হয়েছে। শনিবার ১২ এপ্রিল বেলা ১১টার দিকে ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতরা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, মিনহাজুল ইসলাম, মাহমুদুর হাসান মিস্টার, হাফেজ মঞ্জরুল ইসলাম, খোরশেদ আলম, হাফেজ ফেরদৌস ও জুবায়ের। আরও কয়েকজন আহতের নাম এখনো জানা যায়নি। তারা সবাই ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলা শাখার নেতাকর্মী।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন রুহানী এতথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সকালে “মার্চ ফর গাজা” কর্মসূচীতে অংশ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দল মাইক্রোবাস যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। পথিমধ্যে ধনবাড়ীর বানিয়াজং এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাজা ইস্যুতে একাত্মতা প্রকাশে রওনা হওয়া এই মানবিক যাত্রা ব্যাহত হয়।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আনিছুর আশেকীন বলেন, সকালে একটি দুর্ঘটনার খবর পেয়েছি। এটি ধনবাড়ী এলাকার ঘটনা। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মার্চ ফর গাজা কর্মসূচীতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত-১৩
