জামালপুরে জিয়া সাইবার ফোর্স কেন্ত্রীয় নেতা এম.শুভ পাঠানের নেতৃত্বে নববর্ষে বর্নাঢ্য শোভাযাত্রা

নিজস্ব সংবাদদাতা : জামালপুর জেলা জিয়া সাইবার ফোর্স এর আেেয়াজনে জেলা যুবদল নেতা ও জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠানের নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪৩২ পালিত হযেছে। গতকাল সোমবার দুপুরে জিয়া সাইবার ফোর্স এর আেেয়াজনে লম্বাগাছ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশ জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সদস্য রিপন হোসেন হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান।
এ সময় অন্যান্যদের মাছে ছিলেন জেলা ছাত্রদলে সহ সভাপতি ও জেলা যুবদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় , তারেক রহমান যুব পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আরিফুল হাসান খান মুক্তা, জিয়া সাইবার ফোর্স জেডসিএফ জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক জুটন মিয়া, সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা মাসুম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ জামালপুর জেলার সদস্য আরফিন হোসেন আরমান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম আইন কলেজ শাখার সভাপতি জুনায়েদ, ছাত্রনেতা মোবারক হোসেন, তুষার, জীবন, রাকিব,সুজন সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জিয়া সাইবার ফোর্স এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এম. শুভ পাঠান জমালপুর পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন,আগামীর বাংলাদেশ হবে খালেদা জিয়ার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ। সেই সাখে আহামীর সমৃদ্ধ বাংলা্দশে গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে আওয়ামী ফ্যাসিসদের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সমৃদ্ধ নতুন বাংলাদেশে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে এক হয়ে কাজ করাতে হবে।