নিজস্ব সংবাদদাতা : জামালপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে টেলিভিশনের ২৫ বছর পূর্তি ও রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে
গত সোমবার ১৪ এপ্রিল দুপুরে শহরের তমালতলা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি ভোজের মাধ্যমে একুশে টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। অনুষ্ঠানে জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, সিভিল সার্জন, ডাক্তার আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: ওয়ারেছ আলী মামুন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান, জেলা কালচারাল অফিসার সাদিয়া আফজল অদিতিসহ সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধী সমাজ। এ সময় বক্তারা একুশে টেলিভিশনের সার্বিক মঙ্গল কামনা করে শুভেচ্ছা জানান এবং আগামী দিনে সুস্থ ধারার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন একুশে টেলিভিশনের জামালপুর প্রতিনিধি খন্দকার রাজু আহমেদ ফুয়াদ।
জামালপুরে একুশে টিভির রজতজয়ন্তী পালিত
