মোঃ আব্দুল হাই : জামালপুর জেলা,মেলান্দহ উপজেলাধীন ০৪নং নাংলা ইউনিয়ন পরিষদ “কর্তৃক আয়োজিত” এসো হে বৈশাখ এসো’বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ নানান “সু-সাংস্কৃতিক উৎসব মূখর পরিবেশে উদযাপনের চিত্র লক্ষ্যনীয়। জামালপুর জেলা স্কাউটস্’র সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা স্কাউটস্ কমিশনার, একাধিক বারের নন্দিত চেয়ারম্যান জননেতা (৭১’র) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব “কিসমত পাশা ও পরিযদ’র সম্মানিত ইউপি সদস্যগণ ও অত্র ইউনিয়ন পরিষদ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত ব্যক্তিবর্গ “এসো হে বৈশাখ”পথ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।আয়োজনের মধ্যে আকর্ষণীয় ছিল- ঢাক-ঢোল বাজিয়ে দেশাত্মবোধক সঙ্গীত চর্চার মাধ্যমে
*”উপজেলায় গ্রাম বাংলার শীর্ষক **ঐতিহাসিক লাঠি খেলা” আলোচনায় শীর্ষে ০৪ নং(চার) নাংলা ইউনিয়ন পরিষদ ও পরিকল্পিত আয়োজক হিসেবে সু-খ্যাত। এসো’ হে বৈশাখ এসো উৎসবে’ ০৪ নং নাংলা ইউনিয়ন উপজেলায় শীর্ষক স্থান অর্জন করায়-উপজেলা নির্বাহী অফিসার এসএম আলমগীর সাহেব অত্র ইউপি”যোগ্য’ প্যানেল ইউপি সদস্য আশরাফ আলীর হাতে সম্মাননা প্রণোদনা নগদ অর্থ তোলে দেন এবং প্রাণোৎসর্গ দোয়া করেন। মঙ্গল শোভাযাত্রা ও লাঠি খেলা পর মূহুর্তেই অংশ গ্রহণ কারীদের পান্তা-সবজি,কাঁচা মরিচ,শুটকি ভর্তা,পিঁয়াজ সম্পৃক্ত আপ্যায়নের মাধ্যমে ভোজনের বিষয় লক্ষ্যনীয়। এসো “হে বৈশাখ এসো উৎসব” অনুষ্ঠানের শুরু’তেই মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের বৈশাখী গামছা দিয়ে অংশ গ্রহণকারী সকলকে বরণ করেম-জননন্দিত ”চেয়ারম্যান”বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
মেলান্দহ উপজেলাধীন ৪নং নাংলা ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে ‘এসো হে পহেলা বৈশাখ এসো’ উদযাপিত
