হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার পরিচিতি সভা

সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখা সূত্রে জানা গেছে, সম্প্রতি হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়। নতুন কমিটিতে সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরী, সাধারণ সম্পাদক পদে হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাককে ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হাফেজ মাওলানা সাইদুর রহমান সাঈদকে নির্বাচন করা হয়। নতুন কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক প্রমুখ। উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা সহিদুল ইসলাম, রুহুল আমিন ও মাওলানা শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।