খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানঞ্জে উপজেলা যুবদলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বুধবার রাতে উপজেলা বিএনপি’র কার্যালয়ে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মঞ্জু হোসাইন। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মঞ্জু হোসাইন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন, দেওয়ানগঞ্জ পৌরসভার হাট বাজার ইজারা ও ডিলার নিয়োগ কে কেন্দ্র করে চাঁদাবাজি সন্ত্রাস দূর্নীতির অভিযোগ এবং দরপত্র ক্রেতাদের বাড়ী বাড়ী গিয়ে অস্ত্র সহ ভয়ভীতি প্রদর্শন ও হুমকি প্রদানে আমাকে জড়ানো হয়েছে। যা সত্য নয়। মিথ্যা ভিত্তিহীন ও অবাস্তব। রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষেই আমি সহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসত্য তথ্য সরবরাহ করে জনৈক সাংবাদিককের মাধ্যমে ঢাকার একটি ইংরেজী পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়েছে। ১৩ এপ্রিল রোববার বাংলাদেশ টু ডে পত্রিকায় প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঐ প্রতিবেদনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদকদের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হয়েছে। এছাড়া ২১ মে ২০২৪ স্থানীয় উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ও পরোক্ষভাবে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণা চালানোর প্রমাণ সাপেক্ষে সদর ইউপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন ফুলস্টপকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ সহ অন্যান্য কারণে দল থেকে বহিষ্কার করায় আমাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। দেওয়ানগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জেলার সেরা করদাতা বাবু শ্যামল চন্দ্র সাহাকে যুবদল কে জড়ানোও সহ অন্যান্য অবাস্তব সংবাদ প্রকাশ করা হয়েছে। যা সঠিক নয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আঃ রশিদ সাদা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বিএনপির সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, আশরাফুল ইসলাম রুহেল এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে জয়নাল আবেদীন (১), জয়নাল আবেদীন (২), আলা উদ্দিন আল মামুন, ফারুক আহমেদ, রবিউল ইসলাম, ছারোয়ার আলম, মির আলী প্রধান, রফিকুল ইসলাম, আল আমিন বিন উমর সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে যুবদলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন
