নিজস্ব সংবাদদাতা : মানবতার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিশ্ববাসীর তীব্র প্রতিক্রিয়া উপেক্ষা করে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার বাদ জুম্মা জামালপুর পৌরসভার তিরুথা বটতলা বাজারে শতশত ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, তিরুথা-বামুনপাড়া মসজিদের ইমাম মৌলানা মোজাম্মল হোসেন, মৌলানা কামাল হোসেন, তিরুথা বটতলা মসজিদের ইমাম মৌলানা লুৎফর রহমান, রামনগর মসজিদের ইমাম মুফতি ইলিয়াস প্রমুখ। সমাবেশ শেষে তিরুথা বটতলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ব বামুনপাড়া ফিসারি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে মুক্তিকামী ফিলিস্তিনিদের রক্ষা, এবং সন্ত্রাসী রাষ্ট্র ইস্রাইলের পতন কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিরুথা মসজিদের ইমাম মৌলানা নজরুল ইসলাম। ফ্রি ফ্রি পেলেস্টাইন, বয়কট বয়কট ইস্রাইল বয়কট, ইয়স্রাইলি পন্য বয়কট, মার্কিন সাম্রাজ্যবাদ নিপাত যাক,- ফিলিস্তিনি মুক্তি পাক ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে গ্রামের জনপদ। পৌরসভার ১২ নং ওয়ার্ডের সহস্রাধীক মুসল্লি সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে তিরুথায় ইস্রাইলের বিরুদ্ধে বিক্ষোভ
