জামালপুরে পূর্ব শত্র“তার জেরে ধান ক্ষেতে এসিড নিক্ষেপ করেছে প্রতিপক্ষরা

শামীম আলম : জামালপুর পৌর শহরের ১নং ওয়ার্ডের পাথালিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে ধান খেতে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে একই এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে মোহাম্মদ রাশেদুল ইসলাম নওশাদের বিরুদ্ধে।
এই ঘটনায় ধান ক্ষেত মালিক মওদুদ আহমেদ মধু বলেন, নওশাদের সাথে তাদের পারিবাড়িক বিষয় নিয়ে কিছুদিন আগে ঝগড়া হয় সেই ঝগড়াকে কেন্দ্র করে নওশাদ এবং তার পরিবারের লোকজন তাকে মারধর করে। এবং তিনি জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারই পরিপেক্ষিতে ১৭ এপ্রিল রাতে নওশাদ ও ছেলে তার ধান ক্ষেতে এসিড নিক্ষেপ করে ফসল নষ্ট করে দেয়। এ ঘটনায় তারা প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানায়। এই বিষয়ে সদর থানায় নওশাদ ও তার ছেলেকে অভিযোগ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে মওদুদ আহমেদ মধু।