নরুন্দিতে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম : চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই স্লোগান সামনে রেখে জামালপুর সদর উপজেলা নরুন্দি ইউনিয়নে ও পূর্ব অঞ্চলে মাদক জুয়া ইভটিজিং ও নারী নির্যাতন কিশোর গাং সহ নানা অপরাধ নির্মূলে কাজ করার লক্ষ্যে জনগণের সহযোগিতা চেয়েছেন নরুন্দি তদন্ত কেন্দ্র পুলিশ। গতকাল রোববার ২০ এপ্রিল সকালে জামালপুরের সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নরুন্দি বাজারে কাচারি মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন নরুন্দি তদন্ত কেন্দ্র এসআই মাহামুদুল হক মিজা। তিনি বলেন, ‘মানুষের মাঝে আমাদের যে দূরত্ব ছিল সেটা কি য়ে আনার জন্য এ ধরনের মিটিং করছি। আমরা মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি। অপরাধীদের কোনো বংশ নেই, তাদের কোনো পরিচয় নেই, তাদের কোনো ধর্ম নেই।’ তিনি আরো বলেন, ‘পুলিশ হওয়া এত সহজ নয়, পুলিশ হতে গেলে সাধনা করতে হয়, সেক্রিফায়েস করতে হয়, জনগণের সেবক হয়ে উঠতে হয়।’ নরুন্দি ইউনিয়নের আশপাশে অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণকে এগিয়ে আসার আহবান করেন এবং জনগণ যদি পুলিশকে সহযোগিতা করে আমরা আশাবাদী এবং দেশ থেকে একদিন মাদকমুক্ত করবে পুলিশ ইনশাআল্লাহ।