স্বচ্ছ রাজনীতি চর্চা ও দূর্গম চরাঞ্চল উন্নয়নে আলোচনা সভা

ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপি নেতাকর্মী স্বচ্ছ রাজনীতির চর্চায় ও দূর্গম চরাঞ্চল উন্নয়নে ঐক্যবদ্ধ হয়েছে। আগামীর চ্যালেঞ্জিং নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের সমর্থনে সাপধরীর মন্ডলপাড়া বাজারে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাপধরী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সাবেক সহ:সভাপতি হাজি শাহজান আলী মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী।
তিনি বলেন- সাপধরী ইউনিয়ন বিএনপি নেতাকর্মী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসুচী বাস্তবায়নের লক্ষ্যে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিমের নির্দেশে স্বচ্ছ রাজনীতির চর্চায় আমরা ঐক্যবদ্ধ। আগামী নির্বাচনে ইসলামপুর আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এএসএম আব্দুল হালিম সুশিক্ষা, সততা, ন্যায়পরায়নতা ও দূর্ণীতি বিরোধী আদ্বর্শের মুর্তপ্রতিক এবং স্বচ্ছ রাজনীতির মডেল। আমরা সাপধরী ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা আব্দুল হালিমের স্বচ্ছ রাজনীতির প্রতি শতভাগ আস্থাশীল।
এতে সাপধরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান(২) মোজাফর প্রামানিক, হারুনুর রশিদ হারু প্রামানিক, যুবদল নেতা হেলাল উদ্দীন, শাকিল আহম্মেদ চৌধুরী, এনা মন্ডল, রেজাউল প্রামানিক, দুদু আকন্দ, মকর আলী প্রামানিক, শহিজল বেপারী, আকবর প্রামানিক, তোরাপ শেখ, মোজাহার প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন।