ঝিনাইগাতী সদর হাসপাতালটিতে কর্তব্যকাজে অবহেলার কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জনাসাধারণের একমাত্র চিকিৎসার কেন্দ্র সদর হাসপাতালটি। হাসপাতালের কর্তব্যকাজে অবহেলার কারণে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। বিগত কয়েক মাস থেকে জনসাধারণকে চিকিৎসা সেবা দেওয়ার চরম অবহেলার অভিযোগ পাওয়া গেছে। সকালে হাসপাতালে প্রবেশ করলে যথা সময়ে ডাক্তার পাওয়া দুস্কর হয়ে পড়ে। জরুরী বিভাগে ২৪ ঘন্টা ডাক্তার থাকার কথা থাকলেও তাদেরকে পাওয়া যায় না রেস্ট রুমে বসে থাকেন ডাক্তাররা। প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে রেস্ট রুমে বসে রোগী দেখে থাকেন তারা। ঔষধ কোম্পানীর লোকদের সাথে তাদের ব্যাপক সখ্যতা থাকায় নিন্ম মানের ঔষধ লিখে দিয়ে জনসাধারণকে হয়রানি করে থাকেন। বাজারে লিখে দেওয়া ওই ঔষধ কোথায় পাওয়া মুসকিল হয়ে পড়ে। ডাক্তার সংকটের অজুহাতে তালিজোড়া ও ফার্মাসিষ্ট দিয়ে জরুরী বিভাগ পরিচালনা করা হয় সর্বক্ষণ। হাসপাতালে কয়েক মাস থেকে প্রয়োজনীয় সরকারী ঔষধের সন্ধান মিলছে না। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের আগে সরকারী ভাবে ঔষধ দেয়া হলেও বিগত কয়েক মাস থেকে ঔষধ সরবরাহ নেই অজুহাতে রোগীদের ঔষধ দেয়া হচ্ছে না। পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে আগত জনসাধারণ ও রোগীরা বিরক্তি মনোভাব করে থাকে। সরকারের সঠিক অফিস টাইমকে কোন ব্যক্তি তোয়াক্কা না করে মনগড়া ভাবে নিয়োজিত ব্যক্তিরা অফিস করে থাকেন। ডাক্তাররা ছুটি বা ট্রেনিংয়ের নাম করে অনত্রে অবস্থান করে থাকেন। স্থানীয় সাংবাদিকরা তাদের অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে উল্টো তাদেরকে অভিযোগ দিতে বলেন। অনিয়মের মধ্য দিয়ে হাসপাতালের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা বলেন কোন অনিয়ম হলে অভিযোগ দেওয়ার কথা এবং সাত/পাচঁ বলে এড়িয়ে চলেন এই কর্মকর্তা।