ঝিনাইগাতীতে জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে আহত শাকিবের পাশে দাঁড়িয়েছেন সংস্থাটি

ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অপরাজিত ২৪ ফাউন্ডেশন নামে সংস্থাটি জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে আহত শাকিবের পাশে দাঁড়িয়েছেন। তার দোকান ঘর ও পরিবারের খোঁজ খবর নিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫০ হাজার টাকার মনোহারী দোকানের মালামাল ক্রয় করে দেন। সাকিব তার পিতা মাতাকে নিয়ে দোকান করে জিবীকা নির্বাহ করবে। এখন তার দোকানে একটি ফ্রিজ, দোকানে মালামাল রাখার আসবাবপত্র ও দোকানের সামনে ক্রেতাদের বসার জন্যে একটি টিনের চালা বিশেষ প্রয়োজন। তাহলে সাকিবের দোকান জমজমাট ভাবে চলবে বলে এলাকাবাসীরা জানান। উল্লেখ্য জুলাই আগস্ট গণ-অভ্যুত্থানে যখন স্বেরাচারী শেখ হাসিনা পতনের ডাকে রাজপথ কম্পিত হয় তখন ঝিনাইগাতীর মাইটেপাড়া নিবাসী আবু তালেব ও সাবিনা ইয়াসমিনের শিশু ছেলেটি শাকিব (১২) চিৎকার দিয়ে আন্দোলনে ঘর থেকে বেড়িয়ে ঢাকার রাস্তায় আসলে পুলিশের রাবার বুলেটে একটি চোখ চিরতরে হারিয়ে যায়। আর ফিরে পাবে না শিশুটির মুল্যবান চোখটি। তার পিতা একজন রং মিস্ত্রি, মাতা সর্বক্ষন ছেলের সেবা নিয়ে ব্যস্ত সময় কাটান। তার চোখ হারানোর স্বপ্ন এখন দোকানের দিকে। দোকানের অবশিষ্ট চাহিদার মালামাল কোন মানবিক সংস্থা বা ব্যক্তি এগিয়ে এসে পূরণ করলে তার পরিবার খুশি হবে পাশাপাশি সাকিব ব্যবসায় মনোযোগী হয়ে পরিবারের স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। দোকানের মালামাল হস্তান্তর করার সময় সংগঠনের নেতৃবৃন্ধ ও স্থানীয় সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের নির্দেশে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের নেতৃত্বে নেতাকর্মীরা ও সিনিয়র সাংবাদিক গোলাম রব্বানী-টিটু উপস্থিত ছিলেন ।