নিজস্ব সংবাদদাতা : জামালপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। গতকাল রবিবার দুপুরে শহরের ফৌজদারি মোড়ে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) জামালপুর শাখা এই কর্মসূচির আয়োজন করে। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মিশন ইবনে সিরাজ, নিরব হোসেন, শেহরাজ আফরিন বিনতে সুচনা সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স কে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার এক দফা দাবী জানান।
জামালপুরে নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের এক দফা দাবীতে মানববন্ধন
