দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনে আলোচনা সভা

ai

খাদেমুল ইসলাম : জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের উদ্যোগে শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ জেসমিন প্রজেক্ট কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব-ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর আজাদ ও বিশেষ অতিথি হিসেবে দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, মাঠ ও বাজার পরিদর্শক মোঃ সিকান্দার আলী এবং সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম। আলোচনা সভায় অংশ নেন বাজার কমিটি, লাইন ডিপার্টমেন্ট এবং অন্যান্য স্টেকহোল্ডারগণ। উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বাবুল মিয়া, মিজানুর রহমান ও সাখাওয়াত হোসেন এ সাংবাদিকে জানান, জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভ নিউট্রিশন (জেসমিন প্রকল্প) অষ্টেলিয়ান সরকারে সহায়তায় অষ্টেলিয়ান এনজিও কো-অপারেশনের প্রোগ্রামের (এএনসিপি) মাধ্যমে জেসমিন প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ীদের মধ্যে সুমন বস্ত্রালয়ের পারুল আক্তার, অমিতাব কুমার সাহা, ইদ্রিস আলী, ফারুক মিয়া, জয়দেব কুমার সাহা, জাকিউল ইসলাম, মনোয়ার হোসেন সহ অন্যান্য।