জামালপুরে মহান মে দিবসে জেলা পরিবেশক শ্রমিক কল্যাণ সংস্থা র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে জামালপুর জেলার পরিবেশক শ্রমিক কল্যাণ সংস্থা রেজি: নং জাঃ ০০১২৮২ এর উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড হতে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালির নেতৃত্ব দেন জেলা পরিবেশক শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি মোঃ জহুরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিবেশক শ্রমিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক আকন্দ, সহ সভাপতি মোঃ মামুনুর রশিদ, সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম সোজা, সদস্য মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য সদস্যগণ। এসময় তারা বলেন আমরা শ্রমিক আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। এই অধিকার আদায়ের জন্যই রক্ত দিতে হয়েছে অনেক শ্রমিককে।