ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত হয়েছে। সকালে উপজেলার সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, ওসি আল আমিন, বিএনপির যুঘ¥ আহবায়ক আব্দুল মান্নান, জামায়াতের আমির মাওলানা নূরল ইসলাম, শ্রমিক নেতা নূহু, সিরাজ, মিষ্টার, সাত্তার, মিষ্টার হোসেন সহ আরো অনেকেই। এ সময় শ্রমিক নেতারা সভাপতি ইউএনওর নিকট বিভিন্ন দাবি তুলে ধরেন। সভাপতি আশরাফুল আলম রাসেল শ্রমিকদের ন্যায্য দাবির সাথে একমত পোষণ করে ট্রাক, বাসস্ট্যান্ড করার চেষ্টা করবেন জানিয়ে শ্রমিকদের নিরাপত্তার জন্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। কর্মসূচিতে জাতীয়তাবাদী শ্রমিক দল সহ ট্রাক লড়ি, ভেন,রিকশা অটো, বাস শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক, হোটেল শ্রমিক, কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রি এবং অন্যান্য শ্রমিক সংগঠনের সভাপতি/সম্পাদকের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার সামনে একত্রে সমবেত হয়ে যোগদান করেন। এ ছাড়াও পৃথক পৃথক ভাবে নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত সহ দোয়া মাহফিল করেছেন উপজেলার শ্রমিক সংগঠনগুলো।
ঝিনাইগাতীতে আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস পালিত
