জন কক্ষ পরিষদ বাংলাদেশ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

এই সংগঠনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সরকার ও রাজনৈতিক দল, গুলোকে জন নিরবিচ্ছিন্ন ভাবে সকল পেশা ও শ্রেণীর মানুষ দ্বারা পরিচালিত গবেষণামূলক সহায়ক কার্যকরী সংগঠন বলে মন্তব্য করেন সংগঠনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ বেলাল হোসেন। শনিবার ৩ মে  জাতীয় প্রেসক্লাবের মৌলানা আকরাম খাঁ হলে জন কক্ষ পরিষদ বাংলাদেশ নামে নতুন সংগঠন আত্মপ্রকাশ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত আহ্বায়ক ইন্জিনিয়ার মোঃ বেলাল হোসেন এই কথা বলেন।

ইন্জিনিয়ার মোঃ বেলাল হোসেন আরো বলেন , আজ আমরা এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে। “জন কক্ষ পরিষদ, বাংলাদেশ” নামক একটি অরাজনৈতিক, গবেষণাধর্মী ও পরামর্শমূলক প্ল্যাটফর্ম উদ্বোধন করছি, যার মূল লক্ষ্য রাষ্ট্র পরিচালনায় জনগণের সরাসরি মতামতের প্রতিফলন নিশ্চিত করা।

তিনি বলেন,আমাদের প্রত্যয়: বাংলার জমিনে আর যেন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী রাস্তাঘাট বন্ধ করে, ভীতিকর পরিস্থিতি তৈরি করে, হত্যা, ধর্ষণ বা বিশৃঙ্খলা ছড়িয়ে জনগণের স্বাধীন চলাচল ব্যাহত না করতে পারে।প্রয়োজনে দেশের প্রতিটি সড়কের দুই পাশে কোটি কোটি মানুষ নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে বাধ্য করা হবে।

তিনি আরো বলেন,এই পরিষদ:তিন মাস অন্তর সভার মাধ্যমে প্রশাসন ও বিভিন্ন সংস্থার কার্যক্রম মূল্যায়ন করবে।গণশুনানির মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করবে।একটি নিরপেক্ষ “ন্যায়পাল কমিটি”-র মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখবে।রাষ্ট্রীয় শক্তির অপব্যবহার, রাজনৈতিক প্রতিহিংসা ও দালালচক্রের প্রভাব মুক্ত একটি গণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ার লক্ষ্যে “জন কক্ষ পরিষদ বাংলাদেশ” কাজ করবে। আমাদের লক্ষ্য:জনগণের কণ্ঠস্বরকে রাষ্ট্রীয় নীতিনির্ধারণে যুক্ত করা।নিরপেক্ষ, স্বচ্ছ, এবং গণতান্ত্রিক পরামর্শ প্রদান। রাষ্ট্রীয় স্বীকৃত একটি জনমুখী পরামর্শক ও নজরদারি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা।

তিনি বলেন,আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি তৈরি করবে।আসুন, সকলে মিলে এই সংগ্রামে অংশ নিই এবং জনগণের কণ্ঠস্বরকে প্রতিষ্ঠিত করি।
দালালমুক্ত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান।গত ৫৩ বছরে বিভিন্ন সরকার ও শাসকের শোষণমূলক নীতি এবং প্রশাসনিক অপব্যবস্থার কারণে জনগণ সবসময় উপেক্ষিত থেকেছে।এখন সময় এসেছে-পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে জনগণের অভিজ্ঞতা, গবেষণা ও মতামতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ করার।”জন কক্ষ পরিষদ বাংলাদেশ” -এর পক্ষ থেকে আহ্বান: গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ও সব ধরনের প্রতিষ্ঠানে উল্লেখিত স্থানের অধিক গ্রহণযোগ্য ও যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি গনের দ্বারা প্রতিবাদী মানবিক কমিটি গঠন করুন।প্রয়োজনে সুবিধাবঞ্চিত জনগনের চাহিদার ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানকে (বিচার বিভাগ, দুর্নীতি দমন, নির্বাচন কমিশন, পুলিশ বিভাগ) কে স্বাধীন কমিশনের মাধ্যমে পরিচালনা করার প্রস্তাবনা উপস্থাপন করা হবে। দলীয় বিবেচনায় নয়, অধিকতর যোগ্যতা সম্পন্ন ব্যাক্তিদের মন্ত্রিত্ব দিতে হবে দেশের স্বার্থে।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবু হোছাইন মাহমুদ. মোঃ মিজানুর রহমান,মোঃ আছাদুজ্জামান, মোঃ আব্দুল্লাহ আল ফাহিম, মোঃ গোলাম রাব্বানী, মোঃ তৌহিদুল ইসলাম জিদান , মোঃ কবির হোসেন, মোঃ এ.টি.এম মিজানুর রহমান, মোঃ তাওহীদ, মোঃ মঈনউদ্দীন, মোঃ হারুন রশিদ – মোঃ আদিল মাহমুদ, মোঃ কামরুল ইসলাম, মাওলানা মোঃ সাইয়্যেদ আহমেদ , মোঃ মোতাহার হোসেন, মোঃ মারুফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।