শেরপুর প্রতিনিধি : শেরপুরে প্রকাশ্য দিবালোকে হাবিবুর রহমান লিমন হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের গ্রেফতার করে ন্যায় বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ রোববার দুপুরে এক ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার নারী, শিশু ও পুরুষরা অংশগ্রহণ করে। এ সময় খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে বক্তব্য রাখেন লিমনের বাবা গোলাম মোস্তফা তালুকদার, মা হাসনা বানু, চাচা লিয়াকত আলী মাস্টার প্রমুখ। উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে লিমনকে খুন করা হয়। এ ব্যাপারে শেরপুর সদর থানায় ১৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রায় তিন মাসে দুজন আসামী গ্রেফতার হলেও অন্যান্য আসামীরা গ্রেফতার না হওয়ায় বাদী পক্ষকে মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। তাই আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, হাবিবুর রহমান লিমন হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারভুক্ত আসামীদের গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা সম্ভব হবে বলে তিনি জানান।
শেরপুরে লিমন হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
