মেলান্দহে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা ; বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকাল ৯টায় শিমুল তলা থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে মেলান্দহ পৌর সভার বিভিন্ন সড়ক প্রদক্ষীণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামানের পরিলনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা রশিদুজ্জান ও অধ্যাপক মাওঃ মো. মুজিবুর রহমান আজাদী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ সিদ্দিকী, মো. জিয়াউল কবির, মো. ইদ্রিস আলী, মাওঃ মো. শফিকুল ইসলাম, কাজী মোহাম্মদ আলী,শরাফত আলী ফারাজী প্রমুখ।