ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির(রাবারড্যাম) ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তি প্রিয় ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটি ও ঝিনাইগাতী থানা পুলিশের সহযোগিতায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোট ৯৮০জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদেরকে বেছে নিতে চুলছেড়া বিশ্লেষণ করেছেন। সভাপতি পদে তিনজন প্রধান শিক্ষক ফজলুল করিম, আ: রশিদ ও সুলতান মহমুদ, সাধারণ সম্পাদক পদে ৪জন ছমির উদ্দিন, আ:ছালাম, আব্দুল মতিন ও হারুন অর রশিদ, সহ সভাপতি পদে ২জন সাধারণ সদস্য ৭জন ও মহিলা সদস্য ৬জন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। ওসি আল আমিন সহ সঙ্গিয় ফোর্স ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। এ ব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা রকনুজ্জামান জানান ভোট গ্রহণ চলছে। কোন অপ্র্রীতিকর ঘটনা ঘটেনি নির্বাচনে সভাপতি.সাধারণ সম্পাদক, সহ সভাপতি ১ সাধারণ সদস্য ৪ মহিলা সদস্য ৪জন নির্বাচিত হবেন। বিনা প্রতিদ্বন্ধিতায় কোষাধক্ষ্য পদে নির্বাচিত হয়েছেন বলে জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গণনা চলছে বলে ফলাফল জানা যায়নি।
ঝিনাইগাতী মহারশি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
