নিজস্ব সংবাদদাতা : শেরপুর সদর উপজেলার মুকসুদ পুর গ্রামের মৃত মনর উদ্দিন আকন্দের ছেলে মোঃ মসর উদ্দিন আকন্দের ৮৩ শতাংশ ফসলি জমিতে বিষ নিক্ষেপ করে ফসল নষ্টের অভিযোগ উঠেছে ৯ নং চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবুল তালুকদারের বিরুদ্ধে।
জমির মালিক মসর উদ্দিন বলেন, ২৫ এপ্রিল শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে দিকে মাঝপাড়া গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে ও ৯ নং চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবুল তালুকদার(৫৫) এর নেতৃতে¦ একই গ্রামের মৃত আজাহারের ছেলে আজিজল হক(৬৫), মৃত সৈয়দ আকন্দের ছেলে রওশন আলী(৫৫), মৃত আফছের আকন্দের ছেলে এন্দা আকন্দ(৬০), মৃত জুনা বেপারীর ছেলে শহিদুল বেপারী(২৮) সহ অজ্ঞাক কয়েক জন তার ধান ক্ষেতে বিষ নিক্ষেপ করে ৮৩ শতাংশ জমির ধান নষ্ট করে দেয়। জমি পাহাড়া দেওয়া অবস্থায় মোস্তফা আকন্দ গঠনাটি দেখে বাঁধা দিয়ে তাকে মারধর করে তারা।
এই বিষয়ে মিজানুর রহমান বাবুল তালুকদাকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা যাইনি এবং তার বাসায় গিয়ে তার স্ত্রীর সাথে কথা বললে তিনি তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন। এই গঠনায় মসর উদ্দিনের ভাই মোঃ শম্ভু আকন্দ বাদী হয়ে শেরপুর সি আর আমলী আদালতে একটি মামলা দায়ের করেছে।
রাতের আধারে অন্যের জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে
