দেওয়ানগঞ্জ সংবাদদাতা ; দেওয়ানগঞ্জে মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ও গণচেতনার আয়োজনে ৩৬ জন নারী উদ্যোক্তাকে ব্যবসা সম্প্রসারণে জন প্রতি ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। ৫ মে দেওয়ানগঞ্জ পৌরসভার চুনিয়াপাড়া গ্রামস্থ্য গণচেতনা কার্যালয় হতে ৩৬ জন নারী উদ্যোক্তাকে ডিজিটাল ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে মোট ৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। গণচেতনা কার্যালয়ে আয়োজিত এ উপলক্ষে এক সভায় সভাপতিত্ব করেন, গণচেতনার প্রোগ্রাম কো-অডিনেটর ফাতেমা নার্গিস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ খবিরুল ইসলাম ও এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি)র চীফ এক্সিকিউটিভ সাঈদা ইয়াসমিন সহ অন্যান্য। কনসোর্টিয়াম লিডারদের মধ্যে উপস্থিত ছিলেন, জনকল্যাণ ফেডারেশনের নির্বাহী পরিচালক লাইলী আক্তার, সেলিনা খান মজলিস, শেফালী বেগম, শরীফ হোসেন (তৃতীয় লিঙ্গ) সহ অন্যান্য।
দেওয়ানগঞ্জে গণচেতনার উদ্যোগে ৩৬ জন নারীকে আর্থিক সহায়তা প্রদান
