শেরপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা

শেরপুর প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার দিনব্যাপী এ কর্মশালা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ.ন.ম. নাজিম উদ্দীন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সিনিয়র কনসালটেন্ট মো. আইয়ুব হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রতিনিধি আব্দুল আউয়াল চৌধুরী, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, নিরাপদ খাদ্য পরিদর্শক শাহরিয়ার জামান প্রমুখ।