স্টাফ রিপোটার : উৎপাদিত আলুবীজের ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে নেমেছেন জামালপুরের আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম। তারা গতবছরের তুলনায় এবছর প্রতিকেজি আলুর ৮/১০ টাকা কম মূল্য নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। গত সোমবার জামালপুর প্রেসক্লাবের সামনে, বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম কেন্দ্রীয় কমিটির জামালপুর এর ব্যানারে শতাধিক কৃষক মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন। এদিন দুইটি আলাদা আলাদা কার্যক্রমে অংশ নিয়ে জামালপুর অঞ্চলের আলুবীজ চুক্তিবদ্ধ কৃষকদের সাথে আলুর দর দাম নির্ধারণে বিএডিসির নানা বৈষম্য ও অসঙ্গতি এবং কৃষক বিভিন্ন বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন, বিএডিসি আলুবীজ চুক্তিবদ্ধ কৃষক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি, মোঃ রুহুল আমীন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান রুবেল ও ব্লক লিডার, মুসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় তারা তাদের দাবি (প্রতি কেজিতে ২টাকা বৃদ্ধি ৩৬/৩৮ টাকা) না মানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন।
জামালপুরে ন্যায্য মূল্যের দাবিতে আন্দোলনে আলু চাষি
