সাংবাদিকদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা

রায়পুর থানা প্রাঙ্গনে রায়পুরের সার্বিক পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসন কর্তৃক মতবিনিময় বাদ মাগরিব ১৬ মে ( শুক্রবার) সভার আয়োজন করা হয়। সভায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(এএসপি) জামিলুল হক।

সভায় প্রধান এএসপি জামিলুল হক বলেন, সাংবাদিকরা অপরাধ দমনে অসামান্য ভূমিকা পালন করেন। পুলিশকে অপরাধীদের কাছে পৌঁছে দিতে এবং গোপন তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রায়পুর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ঢালী এবং সাধারণ সম্পাদক এম আর সুমন; রায়পুর উপজেলা ক্লাবের সভাপতি মাহাবুব আলম মিন্টু এবং সাধারণ সম্পাদক আজাদ হোসেন তাবারক, রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল জাববার (ফরিদ), সাধারণ সম্পাদক সিপন পাটোয়ারী। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস্ মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।