রৌমারী সংবাদদাতা ; কুড়িগ্রামের রৌমারীতে একরাতে ভারি বৃষ্টি পাতে কৃষকের স্বপ্নের ধান তলিয়ে গেছে। শ্রমিকের মূল্য চড়া, এতে কৃষকেরা পড়েছেন বিপাকে। একরাতের ভারি বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু জমি গুলো পানিতে তলিয়ে গেছে। এতে বাধ্য হয়ে সময়ের আগেই চড়া মূল্যে শ্রমিকের মুল্য দিয়ে ধান কাটতে হচ্ছে বলে জানান কৃষকেরা। রৌমারী গ্রামের মনছেফর, মৌলুদা বেগম, ইজলামারী গ্রামের কসব উদ্দিন, ইছাকুড়ি গ্রামের সামছুলসহ অনেক কৃষক বলেন, একরাতের ভারি বৃষ্টিতে ধান তলিয়ে গেছে। বৃষ্টিতে তলিয়ে না গেলে এই ধান আরো ৫/৬ দিন পর কাটতাম। তলিয়ে যাওয়ার কারণে অতিরিক্ত ধান পাওয়ার আশা নাই। উপরন্তু শ্রমিকের পিছনে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্হ হচ্ছি।কারণ এসময় কৃষকরা সবাই ধান কাটা কাজে ব্যস্ত হয়ে আছেন। ফলে ভারি বৃষ্টিতে ধান তলিয়ে যাওয়ার কারণে আমাদের অতিরিক্ত শ্রমিক মজুরি দিতে হচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, রৌমারী উপজেলায় এবার বোরো বাম্পার ফলন হয়েছে। দামও মোটামুটি ভালো। তবে হঠাৎ করে বুধবারের দিনগত একরাতের ভারি বৃষ্টির কারণে নিচু কিছু জমির ধান তলিয়ে গেছে। আমরা এলাকায় গিয়ে দ্রুত জমির ধান কেটে নেয়ার পরামর্শ দিচ্ছি।
রৌমারতে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান কৃষক দুশ্চিন্তায়
