ইসলামপুর সংবাদদাতা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা শাহারিয়ার আলম সাম্যকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদল আহবায়ক মিঠুন মিয়ার সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বাবলু সরদার,যুব বিষয়ক সম্পাদক সামিউল হক লাভল,ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা খোকন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহমেদ পাপন, সিনিয়র যুগ্ন আহবায়ক সাদমান সাকিব রিফাত,কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ন আহবায়ক তাকবীর খান প্রমূখ বক্তব্য রাখেন। অপরদিকে হালিম সচিব গ্র“প সমর্থিত ছাত্রদলের উদ্দ্যোগে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কলেজ ছাত্রদল সদস্য সচিব সাব্বির খানের সভাপতিত্বে এতে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী, জামালপুর জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সিয়াম খান লোহানী, ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সদস্য জিহাদ খান লোহানী মীমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্ত মূলক স্বাস্তির দাবী জানান।
ছাত্রনেতা সাম্যকে হত্যার প্রতিবাদে ইসলামপুর ছাত্রদলের অবস্থান কর্মসূচি
