ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুর জেলা উন্নয়নে গত বৃহস্পতিবার সকাল ১১ টায় শেরপুর প্রেসক্লাবের ডাকে বিশাল মানবন্ধনে সর্বস্তরের জনসাধারণের সাড়া পড়েছে। শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাছুদ হাসান বাদলের সঞ্চালনায় থানা মোড় থেকে খোয়ারপাড় তিন কিলোমিটার পর্যন্ত রাস্তায়, শিশু,শিক্ষার্থী,চাকরীজীবি, ব্যবসায়ী, আওয়ামী ব্যাতীত সকল রাজনৈতিকি ব্যক্তিবর্গ, জেলা/উপজেলার সাংবাদিক সহ সূশীল সমাজরা শেরপুর উন্নয়নে এ বিশাল মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল, ডালিয়া সামাদ, এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, আওয়াল চৌধুরী, লুৎফর রহমান, সাংবাদিক রফিক মজিদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ সহ আরো অনেকেই। বিগত সরকারের সময় রাজনৈতিক গ্যাড়াকলে পড়ে শেরপুর উন্নয়ন থেকে বৈষম্য করা হয়েছে উল্লেখ করে শেরপুর জেলার শিক্ষা,স্বাস্থ্য, পর্যটন,চিকিৎসা সেবা উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। বিশেষ করে মেডিকেল কলেজ, রেইললাইন, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন সহ জেলা উন্নয়নের দাবিতে বক্তারা এই মানববন্ধনে একমত পোষণ করে বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে শেরপুর প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর উন্নয়নে প্রেসক্লাবের ডাকে বিশাল মানববন্ধন
