নিজস্ব সংবাদদাতা : নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধে উন্নয়ন মূলক শিক্ষা কার্যক্রম দ্রুত বাস্তবায়ন, চাকরি স্থায়ীকরণ ও ঈদের পূর্বে বেতন-ভাতা প্রদানের দাবিসহ ৫ দফা দাবিতে জামালপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা। গতকাল শনিবার ১৭ মে সকালে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারীবৃন্দরা। মানববন্ধনে জামালপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বকশিগঞ্জ শিক্ষক সমিতির সহ-সভাপতি মুফতি হামিদুর ইসলাম, শিক্ষক নেতা আব্দুল হাকিমসহ অন্যান্যরা। এই সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ক শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন ধরে চললেও এখনো এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। চাকরি স্থায়ীকরণ এবং সম্মানজনক বেতন-ভাতার নিশ্চয়তা না থাকায় শিক্ষক-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা আরো বলেন, ঈদের পূর্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জামালপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর ৫ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
জামালপুরে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
