নিজস্ব সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৫ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে পাবলিক সার্ভিস ক্যারিয়ার নিয়ে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা রবিউল আলম লুইপা, ব্যাংক ক্যারিয়ার নিয়ে সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আশিকুর রহমান আশিক এবং কর্পোরেট ক্যারিয়ার নিয়ে সামিট কমিউনিকেশন লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ তাসনিম রহমান নাফিস ও পাঠাও লিমিটেডের এক্সিকিউটিভ নাজমুল হাসান সাকিব নিজেদের অভিজ্ঞতা থেকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে উপস্থিত শিক্ষার্থীরা নিজেদের কৌতূহল মেটানোর সুযোগ পান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সুনির্দিষ্ট ধারণা লাভ করেন। জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশনের সভাপতি মাহী মোস্তফা নাহীন উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন উপলক্ষ্যে ক্যাম্পাসে সিনিয়র ভাইদের মিলনমেলা হয়েছিল। এই সুযোগকে সদব্যবহার করার জন্য বিভিন্ন সেক্টরে কর্মরত আমাদের সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে একটি ক্যারিয়ার প্রোগ্রামের আয়োজন করার চিন্তা করি। সিনিয়রদের সঠিক দিকনির্দেশনা আর আমাদের নিরলস প্রচেষ্টার সম্মিলন ঘটাতে পারলে আমরাও সফল হবো”। সেমিনারের প্রধান আলোচক ক্যারিয়ার বিষয়ক পরামর্শক ও বিসিএস কর্মকর্তা রবিউল আলম লুইপা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ক্যারিয়ার মানে শুধুই চাকরি নয়; স্টার্টআপ বিজনেস, ফ্রিল্যান্সিংসহ যার যে সেক্টরে কাজ করতে ভাল লাগে তাঁকে সেটিই নিয়েই কাজ করা উচিত। একাডেমিক ভাল ফলাফলের পাশাপাশি নিজেদের প্রত্যাশিত ক্যারিয়ার নিয়ে শিক্ষাজীবন থেকেই সচেতন থাকলে বেশিদিন বেকার থাকতে হয় না, সফলতাও পাওয়া যায় অনেক দ্রুত।” সেমিনার অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারিয়া লোপা বলেন, “কোন দিকে আমাদের ক্যারিয়ার করা উচিত এটি নিয়ে আমরা চিন্তিত থাকি। তাই স্টুডেন্টলাইফে এই ধরণের ক্যারিয়ার সেমিনার পেলে এবং বিভিন্ন সেক্টরের সফল সিনিয়রদের অভিজ্ঞতা শুনলে আমাদের ক্যারিয়ার প্লান করতে অনেকটাই সহজ হয়। রোড টু সাকসেস-২০২৫ আয়োজনটি আমাদের জন্য খুব সময়োপযোগী ছিল।” এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক গোলাম মুক্তাদির সিফাতের সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠানটি শুরু হয় এবং
জামালপুর স্টুডেন্টস’ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং ময়মনসিংহ স্টুডেন্টস’ এসোসিয়েশন সভাপতি স্বপন মিয়া অনুজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সেমিনাটিতে বিভিন্ন বিভাগ ও বর্ষের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কুইজ পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে রোড টু সাকসেস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
