মেলান্দহে ৫টি গাঁজার গাছসহ একজন আটক

নিজস্ব সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে ৫টি গাঁজার গাছসহ আলমগীর হোসেন (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ২০ মে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের প্রতাপ ঝুগুরী এলাকার ভাইভাই ব্রিকস সংলগ্ন নিজ বাড়ী থেকে তাকে আটক করা হয়। আটক আলমগীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে। জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলামের দিক নির্দেশনায় একটি চৌকস অভিযানিক দল উপজেলার শ্যামপুর ইউনিয়নের প্রতাপ ঝুগুরী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৫টি গাঁজার গাছসহ আলমগীর হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। পুলিশের উপ-পরিদর্শক জুতির্ময় সরকার মিশু, সাজেদুল ইসলাম, , নজিবুল ইসলাম, রেজাউল অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী উপ-পরিদর্শক আমিনুর ইসলাম, আবু হানিফ ও শিতল চন্দ্র পাল উপস্থিত ছিলেন। অভিযানে পুলিশ সদস্য মনিরুল হাসান ও শাহিন মিয়া সহায়তা করেন। মেলান্দহ থানা পুলিশের উপ-পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, সবজির গাছের আড়ালে গাঁজা চাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গাছসহ আটক করে থানায় নেয়া হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, আনুমানিক ৫কেজী কাচা গাঁজার গাছসহ আলমগীর হোসেন নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।