লিয়াকত হোসাইন লায়ন : জামালপুরের ইসলামপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে গত মঙ্গলবার দিনব্যাপী বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহযোগিতায়, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর উদ্যোগে ‘ঝযড়পশ জবংঢ়ড়হংরাব ঝড়পরধষ চৎড়ঃবপঃরড়হ (ঝজঝচ) ধহফ ঋষড়ড়ফ অহঃরপরঢ়ধঃড়ৎু অপঃরড়হ (ঋঅঅ)’ প্রকল্পের আওতায় দিন ব্যাপী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য প্রদান এবং স্থানীয় জনগণ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে বন্যা প্রতিরোধ ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করা হয় এবং প্রকল্পের আওতায় এলাকার জনগণকে বন্যার পূর্বাভাস, প্রস্তুতি গ্রহণ এবং তা মোকাবিলা করার উপায় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরল ইসলাম নবাব, পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় স্বেচ্ছাসেবকসহ বিবিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ইসলামপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অবহিতকরণ সভা
