মোহাম্মদ আলী : এক সাথে ৫ মাসের চাল পেয়ে খুশী দুস্থ মাতারা। ৩০কেজির স্থলে মিলল ১শ ৫০কেজি। বুধবার, মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের দুস্থ মাতারা এক সাথে ৫ মাসের ৫ বস্তা ( ভিজিডি’র ) চাল পেয়ে খুশী প্রকাশ করেছেন। জানা যায়, সরকারের নিয়মানুযায়ী দুই বছর মেয়াদি ভিজিডি কার্ডধারী সুবিধাভোগীদের সময়সীমা গত ডিসেম্বর মাসে শেষ হয়ে যায়। কিন্তু, অন্তরবর্তী সরকারের এসে আর নতুন কোনো সুবিধাভোগীদের তালিকা না করায় জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিতরণ বন্ধ থাকে। অতঃপর কার্ডের মেয়াদ বৃদ্ধি করায় পূর্বের কার্ডধারীরা এক সাথে ৫ মাসের ১শ ৫০কেজি চাল পেলেন।
কার্ডধারী দুস্থ মাতার জানান, আমাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। আমরা ধরে নিয়েছিলাম আমরা আর চাল পাব না। কিন্তু, হঠাৎ করে শুনি বর্তমান সরকার আমাদের সে কার্ডের মেয়াদ বৃদ্ধি করেছে। সে অনুযায়ী আজ আমরা এক সাথে ৫ বস্তা চাল পেয়ে আমাদের খুব খুশী লাগছে। এব্যাপারে নাংলা ইউপি চেয়ারম্যান কিসমত পাশা বলেন, আমার ইউনিয়নের ২শ ৭০জন দুস্থ মাতা ভিজিডি’র কার্ডধারী রয়েছে । পূর্বের নিয়মানুয়ী তাদের কার্ড বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু, বর্তমান সরকার আবার তাদের কার্ডের মেয়াদ বৃদ্ধি করায় তারা এক সাথে ৫ মাসের ১শ ৫০ কেজি চাল পাচ্ছে।
এক সাথে ৫ মাসের চাল পেয়ে খুশী দুস্থ মাতারা
