হাফিজুর রহমান ; জামালপুর পাদুকা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ড়শ শুক্রবার ১৬ মে রাত ৮টায় আজাদ ট্রেড মার্কেটের সপ্তম তলায় ফুড জোনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন ব্যবসায়ীরা। পরে তিন বছরের জন্য নির্বাচিত ১৯ সদস্য বিশিষ্ট কমিটির প্রত্যেকে তাদের অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, ব্যবসার মূল হচ্ছে সততা এবং সততার সঙ্গে ব্যবসা করা। কাজেই ব্যবসায়ীদের ঐক্যের মাধ্যমে ব্যবসাকে সমৃদ্ধ করতে হবে। এছাড়া ব্যবসাকে টিকিয়ে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন বাবুল, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক রমজান আলী রঞ্জু সহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিন্নাহ।
ব্যবসায়ীরা জানান, পাদুকা ব্যবসায়ী সমিতির বর্তমান সদস্য ২৪৯ জন এর মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জিন্নাহ, সিনিয়র সহ সভাপতি মোঃ ওলি আহমেদ মিলন, সহ-সভাপতি আঃ গনি ও মোঃ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুন্না ও মতিয়র রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল, কোষাধ্যক্ষ মোঃ হিজবুল ও সহ কোষাধ্যক্ষ মোৎ এরশাদ, দপ্তর সম্পাদক মোঃ সুমন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আঃ রশিদ শেখ ও সহ সম্পাদক মোঃ বিপুল হাসান, প্রচার সম্পাদক মোঃ বাবলু ও সহ প্রচার সম্পাদক পদে মোঃ সুমন নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যকরী সদস্য পদে রুহুল আমিন টনি, মোঃ হান্নান শেখ এবং মোঃ আন ইসলাম নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সবাইকে ফুল দিয়ে অভিনন্দন জানান অতিথিরা।
জামালপুর জেলা পাদুকা দোকান মালিক সমিতির পরিচিতি সভা
