খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা তথা এলাকার সার্বিক উন্নয়নে শুধু প্রশাসনের উপর নির্ভর, ভরসা বা দায় চাপিয়ে দেওয়া উচিত না। এ ক্ষেত্রে এলাকার জনপ্রতিনিধি সহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন। পথ ঘাটের অতি ছোট খাটো ভাঙন গুলো স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ইচ্ছা করলে শুরুতেই সমাধান করতে পারেন। যা বিলম্ব করলে বা হেলা করলে ক্ষুদে ঐ সমস্যাটি বড় আকার ধারণ করে জনদুর্ভোগের কারণ হতে পারে। তিনি আসন্ন ঈদুল আযহায় যেন জন দুর্ভোগ না হয়, হাট-বাজারে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যানজট নিরসন, জুয়া, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধ, ট্রেন, বাস, সিএনজি সহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়া বাড়িয়ে যাতে মানুষকে কষ্ট কেউ না দেয় সেদিকে আমাদের সকলকে লক্ষ রাখতে হবে। আইন শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাপ্টেন জাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামছুজ্জামান আসিফ, জনপ্রতিনিধি, বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, ফায়ার সার্ভিস, বিজিবি, মডেল থানার পুলিশ কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আসন্ন ঈদুল আযহা উৎযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যাতে করে সুন্দর সুচারু রুপে ঈদ পালন করা যায় সে লক্ষে বক্তাগণ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
দেওয়ানগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
