ইসলামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

ইসামপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঢেউটিন তুলে দেওয়া হয়। গত ২২ মে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুর রহমান চিনাডুলী ইউনিয়নের পূর্ব বামনা গ্রামে হামিদা খাতুন, কৃষক আ: রাজ্জাক, মো: ছানু মিয়া, সাজেদা বেগম ও পানফুল বেগম ৫টি পরিবারের হাতে এক বান্ডিল করে ঢেউটিন তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো: আবু তাহের মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।