দেওয়ানগঞ্জে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির উদ্যোগে মানববন্ধন

দেওয়ানগঞ্জ সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি দেওয়ানগঞ্জ জামালপুর শাখার উদ্যোগে ৪ দফা দাবীতে ২২ মে বৃহষ্পতিবার সকালে এক মানব বন্ধনের আয়োজন করা হয়। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের মাদ্রাসা রোডে মানব বন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি দেওয়ানগঞ্জ শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ আবু ওবায়েদ লতা, সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, সিনিয়র সহ সভাপতি ডাঃ মোঃ হুমায়ুন কবির, সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। ৪ দফা দাবী গুলো হচ্ছে, কোম্পানির কাছ থেকে যে ঔষধ কেনা হচ্ছে তার কমিশন বৃদ্ধি করতে হবে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া এবং প্রতিস্থাপন করা, ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসীতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবারহ বন্ধ করা এবং সরকার কর্তৃক সকল ঔষধের মূল্য নির্ধারণ করা সহ অন্যান্য দাবী জানান বক্তাগণ। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি দেওয়ানগঞ্জ জামালপুর শাখার নেতৃবৃন্দ বলেন, আমাদের এসব দাবী যথা শিঘ্রই বাস্তবায়ন করা না হলে আগামীতে কেন্দ্রীয় কমিটির নির্দেশিত হয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।