ঝিনাইগাতী সংবাদদাতা : শেরপুরের ঝিনাইগাতীতে ৮১ বোতল বিদেশী মদ ও একটি পিকআপসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন-ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেনের ছেলে মো. আব্বাস আলী (২০) ও একই উপজেলার গজারীপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. শহিদুল ইসিলাম (২৬)। র্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা জানতে পারে ঝিনাইগাতীর সীমান্তবর্তী এলাকা থেকে মদ নিয়ে একটি পিকআপ শেরপুর শহরের দিকে রওনা করেছে। ওই সংবাদের প্রেক্ষিতে ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিণ পাশের্^ অস্থায়ী চেকপোস্ট বসিয়ে পিকআপটি আটক করা হয়। এসময় পিকআপ চালক ও পাশে বসা মো. আব্বাস আলী ও মো. শহিদুল ইসলামকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৮১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। এব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
ঝিনাইগাতীতে ৮১ বোতল মদ জব্দ, আটক ২
