খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের কালিকাপুর মাদ্রাসা রোডে ২৩ মে শুক্রবার বাদ আসর হাট-বাজার সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোর নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়িার মোঃ আমিনুল ইসলাম রাজা মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম মোঃ আব্দুস সালাম হুজুর, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ হামিদুল হক সেলিম মিয়া, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাংবাদিক তারেক মাহমুদ, ছামছুল হুদা রতন, আজাদ হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, বিএনপি নেতা মুছা আলম, বাহাদুরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফ হোসেন, জিলবাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সাবেক সভাপতি সাজু সরকার, মোস্তাফিজুর রহমান গেল্লা, ছানোয়ার হোসেন, লিয়ন, জিহাদ, ছানি মিয়া, মনির হাসান তপু, সুজন, ছামিউল হক, শাকিব মিয়া, তৌহিদ, রিফাত ও তোফা সহ অন্যান্য। হাট-বাজার সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোরের প্রোপ্রাইটর: মোঃ মনির হাসান তপু সবার দোয়া কামনা করেছেন। সবশেষে দোয়া পরিচালনা করেন দেওয়ানগঞ্জ হাফেজিয়া মাদ্রাসার মুহতামীম মোঃ আব্দুস সালাম হুজুর।
দেওয়ানগঞ্জে হাট-বাজার সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন
