খাদেমুল ইসলাম : জামালপুরের দেওয়ানগঞ্জে ইএসডি-র উদ্যোগে নারীর অবৈতনিক গৃহস্থালী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান বিষয়ক এক গণ সমাবেশের আয়োজন করা হয়। ২৬ মে সোমবার সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) র আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং সুইডেন সরকারের অর্থায়নে আয়োজিত অবৈতনিক গৃহস্থালী কাজের মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান বিষয়ক গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেরা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান। ইএসডিও-র প্রকল্প ম্যানেজার মোঃ আব্দুল বারীর সভাপতিত্বে এবং দেওয়ানগঞ্জ সরকারী এ কে মেমোরিয়াল কলেজের প্রভাষক মোঃ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ইন্সট্রাক্টর মোঃ মহিউদ্দিন আহাম্মেদ, দেওয়ানগঞ্জ মডেল থানার সহকারী দারোগা ইয়াসমিন আক্তার, ইএসডিও-র প্রজেক্ট অফিসার শাহানা পারভীন সহ অন্যান্য। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, ছামছুল হক রতন ও আজাদ রহমান।
দেওয়ানগঞ্জে ইএসডিও’র উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত
