দেওয়ানগঞ্জে মৎস্য বিভাগের উদ্যোগে ৩২টি বকনা বাছুর গরু বিতরণ

দেওয়ানগঞ্জ সংবাদদাতা ; জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে ৩২টি বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে। ২৬ মে সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মৎস্য বিভাগের উদ্যোগে আয়োজিত গরু বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা মৎস্য অফিসার আ ন ম আশরাফুল কবির, দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান সহ অন্যান্য। জানা যায়, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য আয়বর্ধক কার্যক্রমে এসব বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে বলে জানান, উপজেলা মৎস্য অফিসার মোঃ শফিউল আলম ও ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী আয়েশা সিদ্দিক। তারা আরও জানান, দেওয়ানগঞ্জ পৌরসভায় ৪টি, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নে ৩টি, চুকাইবাড়ী ৩, চিকাজানী ৪, বাহাদুরাবাদ ৪, হাতিভাঙ্গা ২, পাররামরামপুর ৪, চর আমখাওয়া ৪ ও ডাংধরা ইউনিয়নে ৪টি বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে।