ইসলামপুর সংবাদদাতা : জামালপুরের ইসলামপুর উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ১৪টি ক্যাপিটেশন গ্র্যান্ট প্রাপ্ত এতিমখানার সভাপতি/সম্পাদক মুহতামিম, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কেপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা-২০২৪”বিষয়ক অবহিতকরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৬ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহের, উপজেলা শিশু সদনের মুহতামিম মাকসুদুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাধারণ সম্পাদক হাফিজ লিটন, অর্থ বিষয়ক সম্পাদক রোকনুজ্জামান সবুজ, লক্ষ্মীপুর হাজী ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আলতাফুর রহমানসহ আরো অনেকে।
ইসলামপুরে কেপিটেশন গ্র্যান্ট বরাদ্দ ও বন্টন নীতিমালা বিষয়ক অবহিতকরণ সভা
