হেরাফেরি থ্রি ও পরেশ রাওয়াল বিতর্ক নিয়ে অবশেষে জনসমক্ষে মুখ খুললেন অভিনেতা অক্ষয় কুমার ৷ মুক্তির অপেক্ষায় মাল্টিস্টারার ‘হাউসফুল ৫’ ৷ সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরেশ রাওয়ালের সঙ্গে বিবাদ নিয়ে অবস্থান স্পষ্ট করেন অক্ষয় ৷
মুম্বাইয়ে মঙ্গলবার ‘হাউসফুল ৫’ ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে পরেশ রাওয়াল ইস্যু নিয়ে অক্ষয়কে প্রশ্ন করে সাংবাদিকরা ৷ সিনেমা থেকে বেরিয়ে যাওয়ার কারণে ২৫ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে নোটিশ দিয়েছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা ৷
এই বিষয়ে অনুষ্ঠানে প্রশ্ন করার সময় প্রবীণ অভিনেতার প্রতি ‘ফুলিশ’ বা ‘বোকা’ শব্দ ব্যবহার করেন এক সাংবাদিক ৷ বিষয়টি মোটেও ভালোভাবে নেননি অক্ষয়।
ক্ষুব্ধ হয়ে সাংবাদিককে তিনি বলেন, “আমার সহ-অভিনেতাকে কেউ বোকা বললে কিংবা এই ধরণের শব্দ প্রয়োগ করে সম্বোধন করলে আমি সেটা সমর্থন করা তো দূর, সহ্যও করব না।”
অক্ষয় যোগ করেন, ‘আমি তার সঙ্গে ৩২ বছর কাজ করেছি ৷ আমরা খুব ভালো বন্ধু ৷ আর পরেশ রাওয়ালও খুব ভালো অভিনেতা ৷ আমি তাকে সম্মান করি ৷”
এরপর অভিনেতা জানান, তিনি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে নারাজ ৷ কারণ এই ঘটনাটা আদালতে বিচারাধীন ৷
অক্ষয়ের কথায়, ‘যা কিছু সমস্যা আছে, আমার মনে হয় না, এটা সঠিক মঞ্চ বলার জন্য ৷ যা কিছু ঘটেছে সেটা বেশ গুরু গম্ভীর বিষয় ৷ আর এই বিষয়ে আদালত হ্তক্ষেপ করেছে ৷ তাই মনে হয় না, আমার এই নিয়ে কিছু বলা উচিত ৷’
পরেশ রাওয়াল জানিয়েছেন, পরিচালক প্রিয়দর্শনের সঙ্গে মতের অমিলের কারণে তিনি এই চরিত্র থেকে বেরিয়ে আসেননি ৷ পরিচালকের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে ৷ বরং তিনি এই কাজ থেকে সরে এসেছেন, কারণ তার মনে হয়েছে এই চরিত্রের আর কিছু দেওয়ার ছিল না দর্শকদের কাছে ৷
শোনা যাচ্ছে, বাবুভাইয়া চরিত্রে দেখা যেতে পারে পঙ্কজ ত্রিপাঠীকে ৷ তবে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু জানা যায়নি ৷