জামালপুরে বিনার মাঠ দিবস অনুষ্ঠিত

শামীম আলম : জামালপুরে প্রায়োগিক মাঠ পরীক্ষণে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চফলনশীল তিলের জাত বিনাতিল-১ এবং বিনাতিল-২ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার বিকালে বেলগাছা ইউনিয়নে বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ও পরমাণু কৃষি গবেষণা এই মাঠ দিবস আয়োজন করে। বিনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রাখী রানী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ভার্চুয়ালি বক্তব্য দেন ময়মনসিংহের মহাপরিচালক ড.মো: আবুল কালাম আজাদ,উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক ড.মো: মাহবুবুল আলম তরফদার,ড. মোহাম্মদ আশিকুর রহমান,ফার্ম ম্যানেজার জান্নাতুল ফেরদৌস মুনমুন প্রমূখ।