সরিষাবাড়ী সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়ীতে পৌর বিএনপি”র দ্বি- বার্ষিক সম্মেলন ৫ জুলাই সকাল ১০ টায় আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপি” র সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারেক এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈতরণি ত্বরান্নিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি” র দুইবার নির্বাচিত সভাপতি ও ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে ধানের শিষ প্রতিকে এমপি প্রার্থি ফরিদুল কবির তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদ এডঃ ওয়ারেজ আলী মামুন, সহ-সভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, প্রচার সম্পাদক মেহেদী, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ, উপজেলা যুবদল সভাপতি সাবেক মেয়র একেএম ফয়েজুল কবির তালুকদার শাহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির, বিএনপি নেতা জহুরুল ইসলাম পিন্টু, অধ্যাপক খায়রুল আলম শ্যামল, আমিমুল এহসান শাহিন, অধ্যাপক শিপন প্রমুখ। এ ছাড়াও জেলা উপজেলা পৌর বিএনপির নেতা কর্মী সমর্থকসহ হাজারো জনতা উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী পৌর বিএনপি”র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
